ঝিনাইদহে ৮শ পরিবার চাষ করছে বাউকুল: ২ হাজার নারী পুরুষের কর্মসংস্থান

ঝিনাইদহে ৮শ পরিবার চাষ করছে বাউকুল: ২ হাজার নারী পুরুষের কর্মসংস্থান

রিয়াজ উদ্দীন (ঝিনাইদহ) প্রতিনিধিঃ ঝিনাইদহের মহেশপুর উপজেলার ভাটপাড়া গ্রামের ৮শ পরিবার চাষ করছে বাউ কুলের। ২ হাজার নারী পুরুষের কর্মসংস্থান হয়েছে। প্রতিদিন ৩০ লাখ টাকার কুল বিক্রি হয়। কৃষি অফিসের সুত্র মতে বাংলাদেশের সবচেয়ে বড় বাউ কুল চাষের গ্রাম এটি। স্থানীয়রা ভাটপাড়া গ্রামটিকে কুলের গ্রাম হিসেবেই পরিচিত করেছে। ২০১১ সালের দিকে এই গ্রামের স্থানীয় গ্রাম্য চিকিৎসক তাজু উদ্দিন প্রথমে দেড় বিঘা জমিতে বাউ কুল চাষ করেন। সেই বছর তিনি কুল বিক্রি করে বেশ টাকা পান। এর পর কুল চাষে আগ্রহ বেড়ে যায তার। পরের বছর আরো ৪ বিঘা জমিতে বাউকুল…

বিস্তারিত