ঠোঁট ফাটা রোধ করবে চিনি!

চিনি আমাদের খাদ্য তালিকায় বহুল ব্যবহৃত একটি উপাদিান। নানা স্বাদের রান্নায় কিংবা শরবত-জুসেও ব্যবহার হয় চিনি। কিন্তু ঠোঁট ফাটায় চিনির ব্যবহারের কথা শুনে চমকে ওঠারই কথা। অবাক হলেও সত্যি, ঠোঁট ফাটা রোধে চিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ঠোঁট ফাটা রোধে অবশ্য শুধু চিনি ব্যবহার করলে হবেনা। দরকার হবে আরও কিছু উপাদান। এসব উপাদান দিয়ে স্ক্রাব তৈরি করে ঠোঁটে লাগাতে হবে। যা যা লাগবে: চিনি, আমন্ড অয়েল, মধু, ভিটামিন ই ক্যাপসুল। যেভাবে বানাবেন: ১০ ফোঁটা আমন্ড অয়েল, ১ টেবিল চামচ চিনি, ১ টেবিল চামচ মধু ও একটি ভিটামিন ই ক্যাপসুলের তেল মেশান…

বিস্তারিত