ঢাকা-টাঙ্গাইল চারলেনের কাজ শেষ না হওয়ায় ঈদ যাত্রায় ভোগান্তির আঁশঙ্কায় যাত্রীও পরিবহন সংশ্লিষ্টরা

নির্ধারিত সময়ে শেষ হয়নি ঢাকা-টাঙ্গাইল চার লেন প্রকল্পের কাজ। এতে এবারের ঈদযাত্রাতেও দুর্ভোগের শঙ্কায় যাত্রী চালকরা। তবে সংশ্লিষ্টরা বলছেন, ১২টি আন্ডারপাসের মধ্যে ৪টি খুলে দেয়া হবে ঈদের আগে। বাকিগুলোর দুপাশে চলার ব্যবস্থা করায় ভোগান্তি এবার হবে না। ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চার লেন প্রকল্পের কাজের শুরুটা ২০১৬ সালে। কথা ছিলো চলতি বছরের ফেব্রুয়ারিতে শেষ হবে। কিন্তু নির্ধারিত সময় পেরিয়ে গেলেও বাকি অনেক কাজ। উত্তরাঞ্চলগামী যানবাহনের আসা যাওয়া এ পথেই। কিন্তু চার লেনের কাজ শুরু করার পর থেকে ভোগান্তি যেনো নিত্যসঙ্গী। গেল ঈদ যাত্রায় অনেক জায়গায় চার লেন খুলে দেয়া হলেও লাভ হয়নি…

বিস্তারিত