তৃতীয় ধাপে ১১৭ উপজেলায় ভোট রোববার

১) রোববার থেকে শুরু হচ্ছে তৃতীয় ধাপে ১১৭ উপজেলায় ভোট গ্রহণ। ইতিমধ্যে ভোট গ্রহনের সকল প্রস্তুতি প্রায় সর্ম্পূণ করেছে নিবার্চন কমিশন। দ্বিতীয় ধাপের মত এ দফায় ভোটে সহিংসতার আশংকা দেখছে না নিবার্চন কমিশন। তবে সর্তকতার অংশ হিসেবে ঝুঁকিপূর্ণ ১৫ উপজেলায় মোতায়ন করা হয়েছে বিজিবি। -ইডিপেন্ডেন্ট টিভি ২) এছাড়াও নিরাপত্তায় কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনীর দেড় লাখেরও বেশী সদস্য। স্টাইকিং র্ফোস হিসেবে কাজ করবে র‌্যাব,বিজিবি, কোস্টর্গাড। দায়িত্বে থাকবেন ৩০০ ম্যাজিস্ট্রেট। ৩) তৃতীয় ধাপেও বিনা প্রতিদ্বন্দি¦তায় চেয়ারম্যান হতে যাচ্ছেন ৩২ জন। ইভিএম ব্যবহার করা হচ্ছে ৪ টি উপজেলায়। এবার চেয়ারম্যান পদে লড়ছেন ৩২৩…

বিস্তারিত