তৈরি হয়েছে হাজারো লোকের কর্মসংস্থান

তৈরি হয়েছে হাজারো লোকের কর্মসংস্থান

নজরুল ইসলাম লিখন, রূপগঞ্জ : সম্ভাবনার আরেক নাম জাহাজ শিল্প/ বালুনদের তীরে জাহাজ তৈরির বিশাল কারখানা/বালুনদের তীরে জাহাজ তৈরির বিশাল কর্মযঙ্ঘ বালুনদের তীরে গ্রামের পাশে ছোট্ট একটু জায়গা। দিনে দুপুরেও মানুষের যাতায়াত ছিল না। নির্জন নিরিবিলী স্থান। মাদকসেবীদের আখড়া নামেই পরিচিত ছিল স্থানটি। স্বাধীনতা পরবর্তী হঠাৎ করেই কে বা কাহারা ছাওয়ালপীরের নামে একটা আস্তানা খুলে বসে। মাঝে মধ্যে কিছু লালসালু পরিহিত ভন্ড সাধুর আগমন হত। তখন থেকে মাদকসেবীদের আনাগোনা আরো বেড়ে গেল। নব্বই দশকের দিকে ত্রিমুহনী এলাকার কিছু যুবক ইটা তৈরির কারখানা বানালেন। এরপর থেকে এর নাম ইটাখোলা। এ ইটা…

বিস্তারিত