দলবদলের বাজারে হার-জিত যাদের

হাট ভেঙেছে একদিন হলো। ফুটবলারর কেনা-বেচার বাজারে লম্বা ফর্দ ছিল অনেক ক্লাবের। কিন্তু কিনতে পারেনি তেমন খেলোয়াড়। কেউ আবার দলবদলের বাজারে গিয়ে বাজি জিতেছে। পাল্লা করে পছন্দের ফুটবলারও দলে টেনেছে কেউ কেউ। কোন দল আবার ‘মরা কাঠ’ বেচে ঘর করেছে ফাঁকা। দিন শেষ হার-জিত হলো কাদের সেটাই এখন দেখার পালা। দলবদলের বাজারে সব চেয়ে লাভবান হয়েছে বার্সেলোনা। আন্দ্রেস ইনিয়েস্তার জায়গা কুতিনহোকে কিনে আগেই পূরণ করেছে কাতালানরা। তাও ঘাটতি থাকে কিনা, তাই তরুণ আর্থার মেলো এবং ঝানু অ্যালেক্স ভিদালকে দলে ভিড়িয়েছে তারা। আবার আক্রমণভাগে ডেম্বেলের ইনজুরির কারণে গত মৌসুমে কপালে ভাঁজ…

বিস্তারিত