দশদফা দাবী আদায়ের লক্ষ্যে বৃহত্তর আন্দোলনের পথে ঐক্যবদ্ধ পশ্চিমবঙ্গের করনিকরা ।

 মামুন মোল্লা,বাংলাদেশ (০৫/১০/১৮) ভারতের পশ্চিম বঙ্গের স্কুল ও মাদ্রাসার করনিকদের চাকরীর ক্ষেত্রে বঞ্চনা, বৈষম্য এবং লাঞ্ছনা ও অবমাননার বিরুদ্ধে গোটা পশ্চিমবঙ্গে করনিকদের কল্যানে সংগঠন করা হয়। যার নাম দেওয়া হয় ওয়েস্ট বেঙ্গল স্কুল এন্ড মাদ্রাসা ক্লার্ক আ্যসোসিয়েশন। ভারত স্বাধীনতার পর আজ অবধি করনিকদের কল্যানে কোন সংগঠন আত্মপ্রকাশ করেনি। গত তিনমাস আগে করনিকদের কল্যানে রাজ্য সরকারের কাছে সকল দাবি-দাওয়া আদায়ের লক্ষ্যে ওয়েস্ট বেঙ্গল স্কুল এন্ড মাদ্রাসা ক্লার্ক আ্যসোসিয়েশন নেতারা কাঙ্খিত দাবী আদায়ের লক্ষ্যে সকল রাজ্যের সকল করনিকদের একসাথে থাকার আহবান জানিয়েছেন। কুচবিহার থেকে সুন্দরবন পর্যন্ত তেইশটি জেলায় সমস্ত স্কুল ও মাদ্রাসা…

বিস্তারিত