দুনিয়ায় আসাটাই আমাদের জন্য অভিশাপ।

দুনিয়ায় আসাটাই আমাদের জন্য অভিশাপ।

রায়হান কবিরশিরোনামের নামঃ- দিনাজপুর সদর উপজেলার কয়েকটি ইউনিয়নে ঘর  পাচ্ছে ৩০০ পরিবার। দুনিয়ায় আসাটাই আমাদের জন্য অভিশাপ। জন্মের পর থেকে পরিবার নিয়ে থাকার ভিটা মাটি নেই। রোদ বৃষ্টি আর ঝড় মাথায় নিয়ে এতদিন মানুষের ভিতরে ছিলাম। আজ নিজের মাথা গোঁজার ঠাঁই পেয়েছি।  এই সরকারই একমাত্র আমাদের মুখের দিকে তাকিয়েছে। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হায়াত আল্লাহ তায়ালা অনেকাংশে বাড়িয়ে দিক সেই দোয়া করি। বলতে বলতেই চোখের দুপাশ দিয়ে পানি পড়তে লাগল মোঃ রায়হান এর। গতকাল বুধবার সকালে খানপুর ইউনিয়নে গিয়ে কথা হয় গৃহহীন মোঃ রায়হান এর সাথে। মুজিববর্ষে আশ্রায়ন-২ প্রকল্প প্রধানমন্ত্রীর কার্যালয়ে ভূমিহীন ও গৃহহীন পরিবারের পুর্নবাসনের দুর্যোগ সহনীয় গৃহ নির্মাণ প্রকল্পের আওতায় তিনি বাড়ী পেয়েছেন । উপজেলায় এ ধরনের ৩০০ টি পরিবারের সদস্যদেরও কাছে বাড়ি হস্তান্তরের প্রক্রিয়া চলছে।  জাতির পিতার যেই সোনার দেশ গড়ার ইচ্ছা ছিল সেই ইচ্ছাই তার সুযোগ্য কন্যা দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা তার বাবার সেই ইচ্ছা পূরনে শতভাগ এগিয়ে যাচ্ছেন। দেশকে ক্ষুধামুক্ত, দারিদ্রতা ও ছিন্নমুলমুক্ত বাংলাদেশ গড়ার দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। তিনার যে মিশন ও ভিশন সেটি শতভাগ নিন্শিত হবে।  সরেজমিনে “দৈনিক    আগামীর সময়”  প্রতিবেদক রায়হান কবির   গিয়ে দেখেন যে, পাকা গাথুনির দেওয়াল ও টিনের ছাউনি দিয়ে তৈরী দুইটি ঘর একটি রান্নাঘর ও একটি টয়লেট করে প্রত্যেক পরিবারকে দেওয়ার কাজ চলছে।  জেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয় সূত্রে জানা যায়, উপজেলার ১১ টি ইউনিয়ন এবং একটি ক্ষুদ্র নৃ গোষ্ঠীর জন্য মোট ৩০০ টি পরিবারকে একটি করে বাড়ি উপহার দেওয়া হবে। একটি বাড়ির জন্য বরাদ্দ দেওয়া হয়েছে ১ লক্ষ ৭৫ হাজার টাকা।  এর জন্য এ উপজেলায় সরকার বরাদ্দ দিয়েছে ৫ কোটি ২৫ লক্ষ টাকা। সদর উপজেলার বড়ইল, ১ নং চেহেলগাজী ইউনিয়নের ২৬ টি, মামুদপুর-৬ নং আউলিয়াপুরে ২৪টি, ন্যামতারা- শশরা ১২টি, শশরা-শশরা ৪০টি,বেলবাড়ি -সুন্দরবন ইউনিয়নে ৬০টি,কালিকাপুর- সুন্দরবন ইউনিয়নে ২৪টি, রামচন্দ্রপুর-উথরাইল ইউনিয়নে ২২ টি,খানপুর- আস্করপুর ইউনিয়নের ২৪ টি, সোনাকুড়ি- আস্করপুর ইউনিয়নে ৩১ টি, গুদিপাড়া- ফাজিলপুর ইউনিয়নে ১০টি,কমলপুর- ইউনিয়নের ৭টি,ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জন্য ২০টি করে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে উপহার দিবে বর্তমান সরকার। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ জসিম উদ্দীন বলেন,উপজেলা নির্বাহী অফিসারের প্রত্যক্ষ তত্ত্বাবধানে উপজেলার ৫ সদস্য বিশিষ্ট কমিটি বিভিন্ন ইউনিয়নে যাচাই বাছাই করে মোট ৩০০টি পরিবারকে এসব বাড়ী দেওয়ার জন্য নির্বাচিত করেছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে নির্মিত বাড়ি উপহার করবেন।  উপজেলা নির্বাহী অফিসার এস.এইচ.এম মাগ্ফুরুল হাসান আব্বাসী বলেন,মুজিববর্ষ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী র উদ্যেগে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে একটি করে বাড়ি উপহার দেওয়া হবে। আমরা দিনরাত পরিশ্রম করে সরকারের নির্মাণ নকশা মোতাবেক উন্নত মানের নির্মাণ সামগ্রী ব্যবহার করে অাকর্ষনীয় বাড়ী তৈরীর কাজ খুব শিগগিরই শেষ করে ভূমিহীন ও গৃহহীন পরিবারের কাছে হস্তান্তর করবো।

বিস্তারিত