কেরানীগঞ্জে সিসা গলানোর কারখানার দূষিত ধোঁয়ায় ঘরে থাকাই দায়

কেরানীগঞ্জ উপজেলায় অবৈধ ভাবে গড়ে উঠেছে বেশ কয়েকটি নষ্ট, বাতিল ব্যাটারি ও পুরোনো লোহার বর্জ্য সংগ্রহ করে সিসা গলানোর কারখানা। এর ক্ষতিকারক ধোয়ায় দূষিত হচ্ছে চারপাশের পরিবেশ, ক্ষতি করছে মানব দেহের, নষ্ট করছে ফসল ও জমি। শুধু যে কারখানার বিষাক্ত ধোয়ায় আশপাশের পরিবেশ নষ্ট হয় তা নয়, এখানে কর্মরত কর্মচারীরাও রয়েছে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকিতে। গত কয়েক বছর ধরে উপজেলার শুভাঢ্যা ও বাস্তা ইউনিয়নের আহাম্মদ নগর,রতনের খামার, কুমলি, কাজির গাঁও, ও বিল কাঠুরিয়া গ্রামসহ উপজেলার শাক্তা ও রোহিতপুর ইউনিয়নের কয়েকটি জায়গায় বিভিন্ন পুরাতন লোহার বর্জ্যের কারখানাগুলোতে সিসা পোড়ানো হচ্ছে বলে অভিযোগ…

বিস্তারিত