দোহারের পদ্মার পানিতে নতুন নতুন এলাকা প্লাবিত

 মাহবুবুর রহমান টিপু,দোহার(ঢাকা)প্রতিনিধি: দোহার উপজেলার প্রবল বর্ষন ও উজান থেকে আসা পানির তোড়ে পদ্মা নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে।ফলে দোহার উপজেলার নতুন নতুন এলাকা প্লাবিত হওয়ার খবযর পাওয়া গেছে। সরেজমিনে জানা যায়,গতকাল শুক্রবার প্রবল বর্ষন ও উজান থেকে আসা পানির তোড়ে পদ্মা নদীর পানি তীরবর্তী প্রায় ২০টি গ্রামের প্রায় বিশ হাজার মানুষ কৃত্তিম বন্যার শিকার হয়েছে। বিশেষ করে উপজেলার বিলাশপুর,মাঝিরচর,ফুলছড়ি,বিলাশপুরের হাজারবিঘা, মাহমুদপুর, হরিচন্ডি, চরমাহমুদপুর, চরকুশাইরচর ,শিলাকোটার দক্ষিনে ,নয়াবাড়ি, আন্তাবাহ্রা, ধোয়াইর, পূর্বধোয়াইর, বালেঙ্গা,সু› দরীপারা, নুরুল্লাহপুর, মৈনটঘাট, নারিশাজোয়ার, মধুরচর,রানীপুর,মেঘুলা,ধোপাবা ড়ি,নারিশা,মুকসুদপুরসহ প্রায় ২০টি নদীতীরবর্তি গ্রাম পানিতে তলিয়ে গেছে।এসকল গ্রামের ফসলি…

বিস্তারিত