দোহারে যত্রতত্র ইটভাটা পরিবেশ ও রাস্তা হুমকির মুখে

দোহারে যত্রতত্র ইটভাটা পরিবেশ ও রাস্তা হুমকির মুখে

ঢাকার দোহার উপজেলার যত্রতত্র গড়ে উঠেছে ইটের ভাটা। ফলে পরিবেশের মারাত্মক ক্ষতি হচ্ছে। হুমকির মুখে পড়েছে জনজীবন। দেখার যেন কেউ নেই। প্রশাসন নীরব ভূমিকায়, দেখেও যেন না দেখার ভান করছে। এসব ইটভাটার কালো ধোঁয়া বাতাসের সঙ্গে মিশে পরিবেশের উপাদান বায়ুকে করছে দূষিত। মাটির ব্যবহার নিয়ন্ত্রণ ও হ্রাসকরণ আইনে বলা আছে আপাতত বলবৎ অন্য আইনে যাহা কিছুই থাকুক না কেন, কোন ব্যক্তি ইট প্রস্তুত করিবার উদ্দেশ্যে কৃষিজমি বা পাহাড় বা টিলা হইতে মাটি কাটিয়া বা সংগ্রহ করিয়া ইটের কাঁচামাল হিসাবে উহা ব্যবহার করিতে পারিবেন না। এছাড়া পরিবেশের ছাড়পত্র, ডিসির অনুমতি ও…

বিস্তারিত