নতুন বাস নাকি মুড়ির টিন!

ভারতীয় ঋণে (এলওসি) দেশটি থেকে বিআরটিসির জন্য কেনা বাসে ত্রুটি দেখা গিয়েছে। মাত্র দুই মাস আগে দেশে আসা ভারতীয় কোম্পানি টাটার বাসে বৃষ্টির পানি পড়ছে ছাদ ফুটো হয়ে। গাবতলী ডিপোতে গত ১৬ এপ্রিল এবং ১০ মে দেওয়া আটটি নতুন বাসেই দেখা দিয়েছে সমস্যা। বাসের বডিতে যে মানের শিট দেওয়ার কথা ছিল, দেওয়া হয়নি তা। পাতলা শিট দেওয়া হয়েছে। বাস দেশে আনার আগে কয়েক দফায় ক্রয়-পূর্ব পরিদর্শন করেছিলেন বিআরটিসির ঊর্ধ্বতন কর্মকর্তারা। বিআরটিসি যে মানের (স্পেসিফিকেশন) বাস চেয়েছিল, সেই মানের বাস দেওয়া হচ্ছে কি-না, তা দেখতেই পরিদর্শন। বিআরটিসি সূত্র জানিয়েছে, পরিদর্শনে সমস্যা…

বিস্তারিত