নরসিংদী রাযপুরা চরাঞ্চলে উডছে নতুন আলো আনন্দিত কৃষক

নরসিংদী রাযপুরা চরাঞ্চলে উডছে নতুন আলো আনন্দিত কৃষক

সাইফুল ইসলাম রুদ্র, নরসিংদী জেলা প্রতিনিধি: নরসিংদীর রায়পুরা, বেলাব, শিবপুর, পলাশ ও মনোহরদী উপজেলায় এবার ডায়মন্ড জাতের আলুর বাম্পার ফলন হয়েছে। চলতি মৌসুমে নরসিংদী কৃষি কর্মকর্তা ও উপ পরিচালকের দফতর থেকে চাষীদের প্রশিক্ষণ, উন্নতমানের বীজ সরবরাহ ও অন্যান্য লজিস্টিক সাপোর্টে পাঁচ উপজেলার ৫০ জন কৃষক ২০০ একর জমিতে ডায়মন্ড জাতের আলু চাষ করেন। এতে আলুর বাম্পার ফলনে তাদের মুখে হাসি ফুটে উঠেছে। চর অঞ্চলের হালিমা আক্তার সংবাদকর্মী সাইফুল ইসলাম রদ্র বলেন । লাল আলু চাষ করে খুব লাভবান আমরা প্রতিবছরের ন্যায এ বছরও চাষ করছি লাল আলো । এর জন্য…

বিস্তারিত