নিউ ইয়র্কে বৈচিত্র্যময় ‘লিঙ্গ কর্তন’ আইন পাস

নিউ ইয়র্কে বৈচিত্র্যময় 'লিঙ্গ কর্তন' আইন পাস

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক অঙ্গরাজ্যে অভিনব লিঙ্গ কর্তন আইন পাস হয়েছে। লিঙ্গ-নিরপেক্ষ রাজ্য গড়ার প্রয়াসে ‘সেলস ম্যান’ এখন থেকে ‘সেলস পারসন’ হিসেবে পরিচিত হবেন। এছাড়া ‘কাউন্সিল ম্যান’ হবেন ‘কাউন্সিল মেম্বার’। নিউ ইয়র্কের গভর্নর ক্যাথি হোচুল বৃহস্পতিবার লিঙ্গ-নিরপেক্ষ শব্দ প্রয়োগের ওই আইনে সইও করেছেন। গভর্নর. ক্যাথি হচুল বৃহস্পতিবার ‘সেলস ম্যান (বিক্রয়কর্মী)’ শব্দটিকে ‘সেলস পারসন’ (বিক্রয়কর্মী) দিয়ে প্রতিস্থাপন করে আইনে স্বাক্ষর করেছেন। লিঙ্গ-নিরপেক্ষ এবং অন্যান্য জাগ্রত ভাষার দিকে আলবেনির পদক্ষেপের একটি সর্বশেষতম সিরিজ। এ খবর জানিয়েছে মার্কিন আওংবাদমাধ্যম বাংলা প্রেস। অ্যাসেম্বলিম্যান ড্যানি ও’ডোনেলের সাথে বিলটি স্পন্সরকারী সিনেটর আনা কাপলান (ডি-নাসাউ)বলেন, ‘চাকরির কোন লিঙ্গ…

বিস্তারিত