নির্বাচনকে কেন্দ্র করে পাঁচদিন রোজা রাখবেন চট্টগ্রামের ভোটাররা

এটা পবিত্র মাহে রমযান মাস নয়। তবুও রোজা রেখেছেন বৃহত্তর চট্টগ্রামের নারী-পুরুষরা। কারণ তারা চান রক্তপাতহীন নির্বাচন। এ জন্যই নফল ইবাদাতে নিজেদের নিয়োজিত রেখেছেন এ এলাকার ভোটাররা। আগামী ৫ দিন এভাবে রোজা রাখবেন বলেও জানিয়েছেন তারা। স্থানীয় বাসিন্দা পলিন রহমান বলেন, তার পরিবারে মা, স্ত্রী, ছেলে- মেয়েসহ ৭ সদস্য রয়েছেন। তার মধ্যে ৫ জনই রোজা রেখেছেন দেশের সাধারণ মানুষের শান্তি ও সুস্থতা কামনায়। অক্সিজেন এলাকার বাসিন্দা সম্রাট কবীর বলেন, রাজনীতি কখনও করিনি, এখন আর রাজনীতি নিয়ে কথা বলতেও চাই না। তবে দেশের মানুষ যাতে আর কষ্ট না পান এই জন্য…

বিস্তারিত