নেশায় ডুবছে পথশিশুরা

প্রথমে কৌতুহল। পরে ধীরে ধীরে আসক্তি। হররোজ এখন মরণ নেশায় আসক্ত সিলেটের বিশ্বনাথ উপজেলার পথশিশুরা। সকাল-সন্ধ্যা দলবেঁধে ‘ড্যান্ডি’ ও গাঁজার নেশায় বুধ হয়ে থাকে ওরা। মাদকের নীল নেশায় অন্ধকারের পথে হারিয়ে যাচ্ছে এসব শিশুরা। অনিশ্চিত ভবিষ্যতের দিকে ধাবিত হচ্ছে এরা। নেশার টাকার জন্যে জড়িয়ে পড়ছে নানা অপরাধ কর্মকাণ্ডে। করছে ভিক্ষাবৃত্তিও। চুরির দায়ে জেলেও গেছে অনেকে। বাংলাদেশ প্রতিদিনের অনুসন্ধানে উঠে এসে পথশিশুদের অন্ধকার জীবনের এসব তথ্য। জানা গেছে, এ উপজেলায় প্রায় অর্ধশত পথশিশু রয়েছে। উপজেলা সদরের বিভিন্ন কলোনীতে এদের বসবাস। ওরা প্রায়ই শিশি-বোতল ও কাগজ কুড়িয়ে বিক্রি করে। দিনের একটা সময়…

বিস্তারিত