পদ্মা সেতুতে বসছে দশম স্প্যান

জাজিরার পর এবার মাওয়া প্রান্তে বসছে পদ্মা সেতুর স্প্যান। আজ বুধবার মাঝনদীতে ১৩ ও ১৪ নম্বর পিলারের ওপর বসানো হবে এ স্প্যানটি। দুই প্রান্ত মিলিয়ে দশম এ স্প্যানটি বসলে দৃশ্যমান হবে পদ্মা সেতুর পুরো দেড় কিলোমিটার। এদিকে চলতি মাসে আরও একটি স্প্যান বসানোর পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন প্রকল্প পরিচালক। তিনি বলেছেন, এখন থেকে প্রতি মাসে একাধিক স্প্যান বসানোর পরিকল্পনা নিয়ে কাজ করছেন তারা। পদ্মা সেতুতে এখন পর্যন্ত নদীতে স্প্যান বসেছে ৯টি। এর মধ্যে ৮টি স্প্যানই জাজিরা প্রান্তে। এ প্রান্তেই তাই কার্যত দৃশ্যমান সেতুর কর্মযজ্ঞের বড় অংশ। বাকি যে একটি স্প্যান…

বিস্তারিত