পূর্বাচলের রেস্টুরেন্টগুলো যেন মিনি পতিতালয়

পূর্বাচলের রেস্টুরেন্টগুলো যেন মিনি পতিতালয়

নজরুল ইসলাম লিখন, রূপগঞ্জ ঃ কয়েক বছর আছেও ছিল ঝোপ ঝাড় জঙ্গলে ঘেরা। এ জঙ্গলে শাক সবজিসহ বিভিন্ন ফসলের চাষ হত। পূর্বাচলের ফল ও শাক সবজির অনেক কদর ছিল সারা দেশেই। আধুনিক ঢাকা গড়ার নামে এসব ঝোপঝাড় অধিগ্রহন করে শুরু হয় নতুন ঢাকা প্রকল্পের কাজ। কেটে উজার করা হয় বনভ’মি। বালি মাটি ফেলে ভরাট করা হয় ফসলি জমি। তৈরি হচ্ছে আন্তর্জাতিক বাণিজ্য মেলার স্থায়ী কেন্দ্র। হচ্ছে শেখ হাসিনা ষ্টেডিয়াম। আধুনিক সুযোগ সুবিদাসহ বড় বড় অট্টালিকাও তৈরি হবে এ শহরে। এ সুযোগে অনেকে প্লট কিনে সুরম্য বাড়ি তৈরি করে হোটেল রেস্টুরেন্ট…

বিস্তারিত