প্রাপ্তি বেশি নাকি হতাশা?

বছরটা দুই ভাগে বিভক্ত। জানুয়ারি থেকে জুন এবং পরবর্তী ক’মাস। বাংলাদেশ ক্রিকেট দল জানুয়ারিতে ত্রিদেশীয় সিরিজে ভালো শুরু করে। শ্রীলংকা-জিম্বাবুয়েকে উড়িয়ে ফাইনালে যায় মাশরাফির দল। কিন্তু ঘরের মাঠে শ্রীলংকার কাছে ফাইনালে হারে বাংলাদেশ দল। এরপর হাথুরুর নির্দেশনায় লংকানদের বিপক্ষে টাইগাররা টেস্ট এবং টি-২০ সিরিজ হারে। হতাশায় শেষ বছরের নতুন সূচি। নিদাহাস ট্রফিতে স্বাগতিক শ্রীলংকাকে হারিয়ে ফাইনালে ওঠে বাংলাদেশ। দিনেশ কার্তিকের ছক্কায় টি-২০ ফরম্যাটে ফাইনালে হারে সাকিবের দল। তবে ফাইনালে ওঠা ছিল ঘরের মাঠে তিনটি সিরিজ হারা দগ্ধ টাইগারদের শরীরে চাঁদের নবনীর মতো। ওই টুর্নামেন্টে ফাইনাল খেলে বাংলাদেশ দল প্রশংসা কুড়ায়।…

বিস্তারিত