লিভ ইন’ সম্পর্কেই বিবাহিত প্রেমিকের সন্তানের মা হন সারিকা

শৈশবেই দেখেছিলেন বাবা-মায়ের বিচ্ছেদ। ছোট থেকেই দায়িত্ব নিতে হয়েছিল পরিবারের। দায়িত্ব নেওয়ার পর্ব জারি পরবর্তী জীবনেও। একটা সময়ের পরে দুই মেয়ের ক্ষেত্রে পালন করতে হয় সিঙ্গেল মাদারের ভূমিকা। অভিনয়-ব্যক্তিত্ব-মানসিকতায় সমসাময়িক অভিনেত্রীদের থেকে অনেকটাই অন্যরকম সারিকা। জন্মগত নাম সারিকা ঠাকুর। বাবা ছিলেন মরাঠি। মা হিমাচলি। সারিকার জন্ম দিল্লিতে, ১৯৬০’র ৫ ডিসেম্বর। তিনি যখন খুব ছোট, তার বাবা তাদের ফেলে সংসার ছেড়ে চলে যান। স্ত্রী সন্তানের দায়িত্ব নিতে রাজি ছিলেন না সারিকার বাবা। ফলে সারিকাকে ছোট থেকে অভিনয় শুরু করতে হয়। উপার্জনের চাপে তিনি কোনওদিন স্কুলে যাওয়ার সুযোগ পাননি। শিশুশিল্পী হিসেবে সারিকার…

বিস্তারিত