কবিতা যারে খায়, প্লেট-সুদ্ধা খায়’

কবি, গীতিকার ও অভিনেতা মারজুক রাসেলের ‘দেহবণ্টনবিষয়ক দ্বিপক্ষীয় চুক্তি স্বাক্ষর’ বইটি সাড়া ফেলেছে অমর একুশে গ্রন্থমেলায়। একই মেলায় তার লেখা এসেছে আরও একটি কবিতার বই ‘চাঁদের বুড়ির বয়স যখন ষোলো’। বইটির দ্বিতীয় সংস্করণ পাওয়া যাচ্ছে মেলায়। এবার টি-শার্ট নিয়ে এসেছেন মারজুক রাসেল। টি-শার্টের মাঝে শোভা পাচ্ছে মারজুক রাসেলের ছবি ও কবিতা। লেখা আছে, ‘কবিতা যারে খায়, প্লেট-সুদ্ধা খায়’। মারজুক রাসেল নিজের ফেসবুক পেজে পোস্ট করেছেন সেই ছবি। জানিয়েছেন, টি-শার্টটি পাওয়া যাবে রাজধানীর কনকর্ড এম্পোরিয়াম শপিং কমপ্লেক্স ও আজিজ সুপার মার্কেটে। এর মূল্য ৪০০ টাকা।            

বিস্তারিত