ফোসকা দূর করবেন যেভাবে

নানা কারণে আমাদের হাতে বা পায়ে  অনেকসময় ফোসকা পড়ে। ফোসকা পরার নির্দিষ্ট কোনও সময় থাকে না, তবে গরম আর বর্ষায় ফোসকা পরার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে। এ ধরনের সমস্যা হলে অনেক সময় জ্বালা করে, অস্বস্তি হয়। ফোসকা দূর করার বেশ কিছু সহজ উপায় আছে। ১. অ্যালোভেরা ফোসকা দূর করতে দারুন কার্যকরী। এটি ঠাণ্ডা হওয়ায় ফোসকার জ্বালাভাব দূর হয়। এ কারণে শরীরের কোথাও ফোসকা দেখা দিলে কিছুটা অ্যালোভেরা লাগিয়ে শুকিয়ে ফেলুন। এতে কিছুক্ষণের জন্য হয়তো জ্বালা বা চুলকানি দেখা দেবে কিন্তু  ফোসকা সেরে যাবে। শুকিয়ে যাওয়ার পর গরম পানি দিয়ে ধুয়ে…

বিস্তারিত