বইমেলার ১০তম দিনেও আশানুরুপ ক্রেতা নেই

বইমেলার ১০তম দিনেও আশানুরুপ ক্রেতা নেই

দশম দিন পার করছে অমর একুশে গ্রন্থমেলা। কিন্তু, প্রত্যাশার তুলনায় নেই ক্রেতাসমাগম। চৈত্রের দাবদাহতো রয়েছেই। করোনার পুনরায় আস্ফালন প্রভাব ফেলেছে বই বিক্রিতে। যদিও, বেড়েছে পরিসর। তবে কর্তৃপক্ষ বলছেন, সময় গড়ালে আরও জমজমাট হবে মেলা।  মার্চের মধ্যদুপুরে যখন ওষ্ঠাগত প্রাণ, তখন বইয়ের আয়োজনে আগ্রহ থাকলেও স্বস্তি কই? রয়েছে করোনার রক্তচক্ষু। তাই ক্রেতার সমাগম নেই অন্যান্যবারের মতো। খাঁ খাঁ করছে শিশুচত্বর। করোনা বাস্তবতায় শিশুপ্রহরের আয়োজন না থাকায় নেই শিশুদের উপস্থিতি। ক্রেতাশূন্য স্টল বই প্রেমীদের অপেক্ষায়। তবে, বাংলা একাডেমি বলছে, ক্রেতাদের উপস্থিতি কম মনে হলেও দিন যত যাবে মেলা ততই জমজমাট হয়ে উঠবে। স্বাধীনতার মাসে আয়োজিত…

বিস্তারিত