বর্ণবাদের অভিযোগে স্থগিত গান্ধীর মূর্তি নির্মাণ

বর্ণবাদের অভিযোগে স্থগিত গান্ধীর মূর্তি নির্মাণ

আফ্রিকার দেশ মালাওইতে ভারতের স্বাধীনতার জনক মহাত্মা গান্ধীর মূর্তি নির্মাণ বন্ধ করে দিয়েছে দেশটির একটি আদালত। ‘গান্ধী মাস্ট ফল’ নামের একটি আন্দোলনকারী সংগঠন সম্প্রতি মালাওই আদালতে এক আবেদনে অভিযোগ করেন। অভিযোগে বলা হয়, ‘কৃষ্ণাঙ্গ হিসেবে আমরা বলতে পারি এই ধরনের বাক্য ব্যবহারে গান্ধীর প্রতি ঘৃণা এবং বিরাগ প্রকাশিত হচ্ছে।’ এরপর আদালত ওই মূর্তি নির্মাণের ওপর নিষেধাজ্ঞা জারি করে। ভারতের সাথে এক কোটি ডলারের এক নির্মাণ প্রকল্পের অংশ হিসেবে গান্ধী মূর্তি তৈরির কথা ছিল। বিবিসি জানায়, এই চুক্তি অনুযায়ী, মালওইর বাণিজ্যিক রাজধানী ব্ল্যানটায়ারে একটি কনভেনশন সেন্টারের নামকরণ হওয়ার কথা ছিল ভারতের…

বিস্তারিত