বর্ণিল মঙ্গল শোভাযাত্রায় বর্ষবরণ

বর্ণিল মঙ্গল শোভাযাত্রায় বর্ষবরণ

সহিংসতার বিরুদ্ধে সম্প্রীতি ও মানবতার বার্তা নিয়ে বর্ণিল মঙ্গল শোভাযাত্রায় বরণ করে নেওয়া হয়েছে বাংলা নতুন বছর ১৪২৬ বঙ্গাব্দকে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ থেকে সকাল ৯টায় বের হয় বাংলা বর্ষবরণের মূল আয়োজন মঙ্গল শোভাযাত্রার। এবারের মঙ্গল শোভাযাত্রার মূল প্রতিপাদ্য- ‘মস্তক তুলিতে দাও অনন্ত আকাশে’। শোভাযাত্রার পুরোভাগে এবার ছিল মহিষ, পাখি ও ছানা, হাতি, মাছ, বক, জাল ও জেলে, টেপা পুতুল, মা ও শিশু এবং গরুর আটটি শিল্পকাঠামো। এর আগে ‘অনাচারের বিরুদ্ধে জাগ্রত হোক শুভবোধ’- এই প্রতিপাদ্যে ১৪২৬ বঙ্গাব্দ নতুন বাংলা বছরকে গানে গানে বরণ করে নেয় ছায়ানট। রাজধানীর ঐতিহাসিক রমনার…

বিস্তারিত