বাঁধ ভেঙে ছাতকের দুটি হাওরে পানি প্রবেশ করছে, আধপাকা ধান কাটছেন কৃষকরা

বাঁধ ভেঙে ছাতকের দুটি হাওরে পানি প্রবেশ করছে, আধপাকা ধান কাটছেন কৃষকরা

হুমায়ূন কবীর ফরীদি,জগন্নাথপুর (সুনামগঞ্জ) স্টাফ রিপোর্টারঃ ছাতকে একটি ফসল রক্ষা বেড়িবাঁধ ভেঙে দুটি হাওরে পানি প্রবেশ করছে। ইতিমধ্যে প্রায় ৭ শত একর জমির বোরো ধান পানির নীচে তলিয়ে গেছে। আপ্রাণ চেষ্টা করেও কৃষকরা হাওরের ফসল রক্ষা করতে পারেননি। জমিতে অর্ধেক পাকা ধান কাটছেন কৃষকরা। আজ ২১ শে এপ্রিল রোজ বৃহস্পতিবার বিকালে সরেজমিনে ঘুরে দেখাযায় ও জানাযায়, সুনামগঞ্জের ছাতক ও শান্তিগঞ্জ  উপজেলার সীমান্তবর্তী চাতলী হাওরের পুটিখালের  ফসল রক্ষা বেড়িবাঁধ ভেঙে দারাখাই নদীর পানি বিগত ২০ শে এপ্রিল বুধবার সন্ধ্যালগ্নে হাওরে প্রবেশ করায় গত ২২ ঘন্টায় এই হাওরের ৫ শত একর জমির…

বিস্তারিত