বাংলাদেশি বংশোদ্ভূত মামুনের সোনা জয়

বাংলাদেশি বংশোদ্ভূত মামুনের সোনা জয়

মামুনের এই সাফল্যে রিদমিক জিমন্যাস্টিক্সে দীর্ঘদিন আধিপত্য ধরে রাখা রাশিয়া টানা পঞ্চমবার চ্যাম্পিয়ন হলো। তিনবারের বিশ্ব চ্যাম্পিয়ন স্বদেশি ইয়ানাকে পিছনে ফেলে সর্বমোট ৭৬.৪৮৩ স্কোর করে সেরা হন মামুন।মস্কোতে জন্ম নেওয়া মার্গারিটা মামুনের বাবা আব্দুল্লাহ আল মামুন বাংলাদেশি। আর তার মা আনা সাবেক রিদমিক জিমন্যাস্ট। জুনিয়র লেভেল থেকেই বহু আন্তর্জাতিক টুর্নামেন্টে অংশ নেওয়া মামুন রিদমিক জিমন্যাস্টিকসে বিশ্ব রেকর্ডের মালিক। রিও দে জেনেইরো অলিম্পিকের পঞ্চদশ দিনের এ ফাইনালে প্রতিযোগিতার মাঝামাঝি সময় পর্যন্ত পয়েন্ট তালিকায় শীর্ষেই ছিলেন ইয়ানা। কিন্তু ক্লাবস-পারফরম্যান্সের শেষ মুহূর্তে ভুল করে বসেন; উপরে তোলা ক্লাবটি আর ধরতে পারেননি।শেষ পর্যন্ত ৭৫.৬০৮…

বিস্তারিত