বাংলা ডাবিংয়ে নতুন শিখরে ‘জান্নাত

বাংলা ডাবিংয়ে নতুন শিখরে 'জান্নাত

নব্বইয়ের দশকে যে জনপ্রিয় টিভি সিরিজগুলো ছিল তাদের অন্যতম ‘আলিফ লায়লা’। এটি ছিল বাংলায় ডাবিংকৃত। প্রচারিত হতো সে সময়ের একমাত্র টিভি চ্যানেল বিটিভিতে। সে সময়ের ডাবিং শিল্পীরা ছিলেন ভারতীয়। সংলাপে, উচ্চারণে তা সহজেই ধরে ফেলতেন এপার বাংলার মানুষ। কিন্তু সেই দশা বদলেছে এখন। হালের ‘সুলতান সুলেমান’ থেকে সর্বশেষ ‘জান্নাত’ এর ডাবিং এখন দেশেই হচ্ছে। দেশের বাচিক শিল্পীরা নিজেদের সঙ্গে সঙ্গে বিকশিত করে যাচ্ছেন নতুন একটি ক্ষেত্র। অক্টোবরের প্রথম সপ্তাহ থেকে এটিএন বাংলায় রবি থেকে বৃহস্পতিবার রাত সাড়ে নয়টায় প্রচারিত হচ্ছে তুরস্কের আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত মেগা সিরিয়াল ‘জান্নাত’। অনেকেই মনে করছেন বাংলা…

বিস্তারিত