বাদাম আর শরবত বিক্রিতে চলে নবম শ্রেনীর ছাত্র কিশোর সোহেলের সংসারসহ লেখাপড়ার খরচ

বাদাম আর শরবত বিক্রিতে চলে নবম শ্রেনীর ছাত্র কিশোর সোহেলের সংসারসহ লেখাপড়ার খরচ

মো.মোয়াজ্জেম হোসেন, পটুয়াখালী প্রতিনিধিঃ- সকালে শরবত আর বিকালে চলে বাদাম বিক্রি। রাতে চলে লেখাপাড়া। আর এ শরবত ও বাদাম বিক্রিতে যে টাকা আয় হয় তা দিয়েই চলে কিশোর সোহেলের মা-বাবার সংসারসহ লেখাপড়ার খরচ। বরগুনা জেলার গরিচন্ডা ইউনিয়নের আমতলী গ্রামের শহীদুল ইসলামের ছেলে সোহেল রানা। বয়স ১৫ কি ১৬ হবে। মা-বাবা, ছোট বোন আর তাকে নিয়ে চার জনের সংসার সোহেলের। পঞ্চম শ্রেনী পর্যন্ত সোহেল ঠিক ভাবেই লেখাপড়া করে আসছিল। কিন্তু স্বপ্ন যেন বাস্তবতার কাছে হার মেনে যায়। সংসারের আর্থিত টানপোড়নে ছেড়ে দিতে হয় লেখাপড়া। বাবা বয়োবৃদ্ধ আর বড় দুই ভাই বিয়ে…

বিস্তারিত