বিদায় ২০১৭

৩১ ডিসেম্বর। বছরের শেষদিন । আগামীকাল পা রাখবো নতুন বছরে। বলবো- ‘যাক পুরাতন স্মৃতি/যাক ভুলে যাওয়া গীতি,/ অশ্রুবাষ্প সুদূরে মিলাক।’ নতুন স্বপ্নকে ধারণ করেই প্রতিটি নতুন বছরকে মানুষ স্বাগত জানায়। বিদায়ী বছরের প্রত্যাশা-প্রাপ্তির হিসেবভূমিতেই রচিত হয় নতুন স্বপ্ন-আশা । একেকটি বছর আসে নতুন উদ্দীপনা নিয়ে, নতুন প্রেরণা নিয়ে। সেই প্রেরণা নিয়েই শুরু হয়েছিল ২০১৭। প্রত্যাশার শতভাগ পূরণ হয়নি সত্য, তবুও নব-উদ্যমে প্রাণের উচ্ছ্বাসে বরণ করা হবে নতুন বছর। আজকের দিনটি পার হলে গুরুত্ব হারিয়ে যাবে দেয়ালে গত একবছর ধরে টানানো ক্যালেন্ডারটির । সেখানে ঝুলবে আরেকটি নতুন ক্যালেন্ডার। সময় এক প্রবহমান…

বিস্তারিত