বিরল প্রজাতির দুটি টিকটিকি উদ্ধার, দাম ৬০ লক্ষাধিক

আমেরিকার ক্যালিফোর্নিয়ায় দুটি বিরল প্রজাতির টিকটিকি উদ্ধার করা হয়েছে। ক্যালিফোর্নিয়া পুলিশ জানিয়েছে, এই দুটি টিকটিকি প্রায় এক বছর আগে চুরি হয়েছিল। এই দুটি টিকটিকির দাম বাংলাদেশি টাকায় ৬০ লাখেরও বেশি টাকা।  গোয়েন্দারা অনেক খোঁজাখুঁজির পর এই দুটি টিকটিকিকে উদ্ধার করেছেন। সে সঙ্গে চোরকে ধরা হয়েছে। এই দুটি টিকটিকি গতবছরের নভেম্বরে চুরি হয়। ক্যালিফোর্নিয়া পুলিশ জানিয়েছে, এগুলো অস্ট্রেলিয়ান লেস মনিটর প্রজাতির টিকটিকি। বিরল এই টিকটিকি দুটির দাম ৭৫ হাজার মার্কিন ডলারের বেশি। ক্যালিফোর্নিয়ার লং বিচ পুলিশ বিভাগ জানিয়েছে, গত বছর নভেম্বরে জেটিকে রেপটাইল থেকে টিকটিকি দুটি চুরি হয়। চুরি হওয়ার পরই সেগুলো উদ্ধারের চেষ্টা করেন…

বিস্তারিত