বিশ্বকাপের বলের মান নিয়ে প্রশ্ন

বিশ্বকাপের বলের মান নিয়ে প্রশ্ন

১৯৭০ সালের মেক্সিকো বিশ্বকাপে ব্যবহার করা বলে অনুপ্রাণিত হয়ে রাশিয়া বিশ্বকাপের জন্য টেলস্টার-১৮ তৈরি করে। বলটি প্রস্তুত ও ডিজাইন করেছে অ্যাডিডাস। ২০১৭ সালের ৯ নভেম্বর বিশ্বকাপের বল উন্মোচন করেন লিওনেল মেসি। ২০১৪ বিশ্বকাপের গোল্ডেন বল বিজয়ী আর্জেন্টাইন তারকা টেলস্টার-১৮কে দারুণ বললেও বলটির সমালোচনা করছেন গোলরক্ষকরা। স্পেন ও জার্মানির আন্তর্জাতিক প্রীতি ম্যাচ ১-১ গোলে ড্র হওয়ার পর দুই দলের গোলরক্ষক বলের সমালোচনা করেছেন। ২৫ গজ দূর থেকে থমাস মুলারের শট অনেকটা লাফিয়ে উঠেও আটকাতে পারেননি ডি গিয়া। স্পেনের গোলরক্ষকের চোখে টেলস্টার-১৮ ‘অদ্ভুত’। স্পেনের গোলরক্ষক ডেভিড ডি গিয়া বলেছেন, বলের ব্যবহার আশ্চর্যজনক।…

বিস্তারিত