বুলবুলের এক সপ্তাহ, পাশে নেই, (এনজিওরা) শরণখোলায় সহয়তা বঞ্চিত ক্ষতিগ্রস্থরা

আবু হানিফ, বাগেরহাট অফিস ঃ ঘুর্নিঝড় বুলবুলের এক সপ্তাহ পেরিয়ে গেলেও সরকারী সহয়তার অংশ থেকে বঞ্চিত রয়েছেন বাগেরহাটের শরণখোলা উপজেলার অনেক ক্ষতিগ্রস্থ পরিবার।এছাড়া অসহায় পরিবার গুলোর পাশে নেই বে-সরকারী উন্নয়ন সংস্থা (এনজিওর) প্রতিনিধিরা। সরকারী হিসেবে ঘূর্ণিঝড় বুলবুলে সম্পূর্ণ ও আংশিক মিলে শরণখোলা উপজেলার ৯৭৬ টি কাঁচা ও আঁধাপাকা ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে । আর্থিক হিসাবে যার পরিমান এক কোটি ৯৬ লাখ টাকা। এছাড়া কৃষিতে আমন দুই শত ২০ হেক্টর, খেসাড়ি, ৫০০ হেক্টর রবিশস্য ও শীতকালিন শাক-সবজির ১২ হেক্টর সহ প্রায় তিন কোটি টাকা। মৎস্য ক্ষেত্রে ১২২টি পুকুর ও ঘেরের ২৩ লাখ…

বিস্তারিত