বৈশাখকে সামনেরেখে সিরাজদিখানে ব্যস্ত সময় পার করছেন মৃৎ শিল্পীরা

বৈশাখকে সামনেরেখে সিরাজদিখানে ব্যস্ত সময় পার করছেন মৃৎ শিল্পীরা

সিরাজদিখান( মুন্সীগঞ্জ): বাংলা নববর্ষ বাঙালির প্রানের উৎসব।আর মাত্র একি দন পরে আসছে বাঙাগালির বৈশাখির উৎসব।আর এ উৎসবকে কেন্দ্র করে বাংলার ঘরে ঘরে চলে উৎসবের আয়োজন। এই উৎসবকে কেন্দ্র করে সিরাজদিখানের বিভিন্ন এলাকায় বসে ছোট-বড় মেলা।আর এ সব মেলার বড় একটি অংশ জুরে রয়েছে মাটির তৈরি নানা সামগ্রী। এ সব সামগ্রী তৈরিতে সিরাজদিখান উপজেলার বাসাইল ইউনিয়নের উত্তরবাসাইলে পুরুষের পাশা পাসি বাড়ির নারী সদস্যরাও ব্যাস্ত সময় পার করছেন পাল বাড়ির মৃৎ শিল্পীরা। মৃৎ মিল্পী গুলো সারা বছর অপেক্ষা করে থাকে এই পহেলা বৈশাখের জন্য। কেননা তারা তাদের নানা রকম মাটির সামগ্রী গুলোকে…

বিস্তারিত