ভারত-পাকিস্তান রিজার্ভ ডের খেলাও ভেসে যেতে পারে

এশিয়া কাপের সুপার ফোর ও ফাইনালের ভেন্যু শ্রীলঙ্কার কলম্বোতে বৃষ্টির পূর্বাভাস আগে থেকেই ছিল। যে কারণে ফাইনাল ছাড়াও সুপার ফোরে একমাত্র ভারত-পাকিস্তান ম্যাচের জন্য রাখা হয়েছিল রিজার্ভ ডে। যা নিয়ে অবশ্য কম সমালোচনা হয়নি।   আশঙ্কাসত্যি প্রমাণ করে গ্রুপপর্বের পর গতকাল (রোববার) দুই চিরপ্রতিদ্বন্দ্বীর সুপার ফোরের ম্যাচও বৃষ্টিতে ভেসে গেছে। যদিও এদিন নির্ধারিত সময়ে টসের পর খেলাও শুরু হয় যথাসময়ে। তবে ২৪.১ ওভারের বেশি খেলা চালিয়ে যাওয়া সম্ভব হয়নি। দুই দল কমপক্ষে ২০ ওভার করে খেলতে পারলে ম্যাচের ফল পাওয়া যেত। আয়োজকদের তাড়া ও মাঠকর্মীদের মাঠ শুকানোর অভিনব পন্থা দেখে মনে…

বিস্তারিত