ভাষা শহীদদের প্রতি উপকূলের শিশু-কিশোরদের শ্রদ্ধা

ভাষা শহীদদের প্রতি উপকূলের শিশু-কিশোরদের শ্রদ্ধা

অস্থায়ী শহীদ মিনারে বনফুলের মালা দিয়ে ভাষা শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে উপকূলীয় গ্রামীণ জনপদের হাজারো শিশু-কিশোর। কলাগাছ, কাঠ-কাপড়, কাঠের গুড়ি এবং রঙ্গিন কাগজের পশরায় সাজিয়ে তোলা হয়েছে এসব অস্থায়ী শহীদ মিনার। বেদিতে দেয়া হয়েছে রঙ্গিন কাগজের মালা আর নাম না জানা অনেক বনফুল। সূর্যোদয়ের পর শিশু-কিশোররা এসব বনফুল দিয়েই শ্রদ্ধা জানায় শহীদ বেদিতে। নির্ঘুম রাত কাটিয়ে ক্লান্ত অবসন্ন এসব শিশু-কিশোরদের মলিন মুখে ছিল তৃপ্তির হাসি। পটুয়াখালীর কলাপাড়া উপজেলার বিভিন্ন গ্রাম-পাড়া-মহল্লায় দেখা যায় এসব শহীদ মিনারের স্তম্ভ বুকে রঙ্গিন কালিতে অ, আ, ক, খ বর্ণমালার আঁকা। সাদা কাগজে রঙিন কালির আস্তরণে…

বিস্তারিত