ভেষজ গুনীয় গাছ “হাতিশুঁড় “

ভেষজ গুনীয় গাছ "হাতিশুঁড় "

মাহফুজ রাজা, কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি ; কিশোরগঞ্জের হোসেনপুরের জলাশয়ের ধারে ঝোপঝাড়ে বা রাস্তার ধারে, একটু উঁচু জায়গায় অযত্নে এই আগাছা বেড়ে ওঠে”হাতিশুঁড় “।একপ্রকার একবর্ষজীবী আগাছা জাতীয় উদ্ভিদ। একে হাতিশুঁড়ি, হাতিশুণ্ডি, হস্তীশুণ্ডী, শ্রীহস্তিনী, মহাশুণ্ডী ইত্যাদি নামেও ডাকা হয়। এর বৈজ্ঞানিক নাম Heliotropium indicum, এবং ইংরেজি নাম Indian heliotrope, Indian Turnsole। উপজেলার প্রতিটি গ্রামেই এর দেখা মিলে,  ১৫ থেকে ৫০ সেমি পর্যন্ত লম্বা হয়ে থাকে। এর কাণ্ড রোমযুক্ত, যাতে একান্তর বিন্যস্ত ডিম্বাকার পাতা থাকে। পাতা গাঢ় সবুজ। পত্রপিঠ অমসৃণ, খসখসে। কিনারা ঢেউ খেলানো। উটকো গন্ধও পাওয়া যায়। কাণ্ডের শীর্ষে লম্বা ও বাঁকানো…

বিস্তারিত