ভয় নিয়ে বেঁচে ছিলেন রাবি শিক্ষিকা জলি

ভয় নিয়ে বেঁচে ছিলেন রাবি শিক্ষিকা জলি

গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক আক্তার জাহান জলির আত্মহত্যার ঘটনায় তার ফেলে আসা সংসারের হতাশা ও সেখানকার তিক্ত অভিজ্ঞতাকে এড়াতে যেতে না পারাকে চিহ্নিত করছেন তার সহকর্মীরা। তারা বলছেন, চাপা স্বভাবের এই শিক্ষক পারিবারিক জীবনের জটিলতায় অধিকাংশ সময় ভীত থাকতেন। সেই ভয়টা কীসের তার পুরোটা তারা না জানলেও বিচ্ছেদ হওয়া সম্পর্কের সন্তান সোয়াদকে কাছে না পাওয়া নিয়ে তার হতাশা ছিল। হতাশা থেকে বের হতে প্রতিনিয়ত চেষ্টা করেও কেন আত্মহত্যার পথ বেছে নিলেন এমন প্রশ্নে সহকর্মীরা আরও বলছেন, ভীষণ মানসিক চাপের মধ্যে কোন একটা মুহুর্তে হয়তো তিনি আস্থার আর কোনও…

বিস্তারিত