মাল্টা ও লেবু চাষে সফলতার দৃষ্টান্তর স্থাপন করেছে সুফলা নওগাঁ এগ্রো প্রজেক্ট

মাল্টা ও লেবু চাষে সফলতার দৃষ্টান্তর স্থাপন করেছে সুফলা নওগাঁ এগ্রো প্রজেক্ট

বিকাশ চন্দ্র প্রাং, নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে সমবায় ভিত্তিক বারোমাসি মাল্টা ও লেবু চাষ করে সফলতার দৃষ্টান্তর স্থাপন করেছে সুফলা নওগাঁ এগ্রো প্রজেক্ট। বর্তমানে সুফলা নওগাঁ প্রজেক্টের বাগানগুলোতে ভিয়েতনামের বারোমাসি মাল্টা চাষ সফলতার এক নতুন দিগন্তের সূচনা করেছে। এছাড়াও বীজবিহীন বারোমাসি চায়না-৩ জাতের লেবুর চাষ আরো এক নতুন মাত্রা যোগ করেছে উপজেলার কৃষকদের মাঝে। সূত্রে জানা গেছে উপজেলার কাশিমপুর ইউনিয়নে চকাদিন এলাকায় স্থানীয় কিছু বেকার যুবকদের নিয়ে প্রজেক্টের পরিচালক হাবিব রতন ২০১৯সালে ২একর জমি লিজ নিয়ে সুফলা নওগাঁ এগ্রো প্রজেক্টটি শুরু করেন। এরপর থেকে আর পিছু ফিরে দেখতে হয়নি। সুফলা…

বিস্তারিত