মায়ের গর্ভে যেভাবে জন্ম হয় যমজ সন্তানের

মায়ের গর্ভে যেভাবে জন্ম হয় যমজ সন্তানের

একই গর্ভে দুটি ভ্রূণের একসঙ্গে বেড়ে ওঠা। ভূমিষ্ঠ হওয়ার সময় কেউ একটু আগে, কেউ একটু পরে পৃথিবীর আলো দেখে। তবে দুজনের গঠন প্রায় একরকমই হয়। কখনও দুটি ভ্রূণ থেকেই দুই কন্যা সন্তানের জন্ম হয়, আবার কখনও দুই পুত্র সন্তানের জন্ম হয়। তবে দুটি ভ্রূণ থেকে একটি পুত্র সন্তান অপরটি কন্যাসন্তানের জন্মের ঘটনা বিরল। সাধারণত এমনটা ঘটেনা। গর্ভবতী হওয়ার বৈজ্ঞানিক প্রক্রিয়া কম বেশি সবারই জানা, তবে গর্ভে যমজের জন্ম দেয়ার বৈজ্ঞানিক দিকটি এখনও সবার কাছে পরিষ্কার নয়। কেউ কেউ যমজ শিশু পছন্দ করেন না। আবার অনেকেই তা খুব পছন্দ করেন। একজন…

বিস্তারিত