কৃষকদের লোকসান, মিলাররা লাভবান

স্টাফ রিপোর্টার, নওগাঁঃ নওগাঁয় ৫ লাখ কৃষি কার্ডধারীর বিপরীতে চলতি ইরি-বোরোমৌমুসে মাত্র ৫ হাজার ৬শ’ ৩২ মেট্রিকটন ধান কেনার ঘোষণা দিয়েছে। অপরদিকে চাতালমালিকদের কাছ থেকে জেলার প্রায় ১২শ’ চাতাল মালিকদের কাছ থেকে ৭২ হাজার মেট্রিকটনচাল কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। সারাদেশে চাতাল মালিকদের কাছে থেকে ১২ লাখমেট্রিকটন চাল ও কৃষকদের কাছ থেকে ১ লাখ মেট্রিকটন ধান সংগ্রহ ঘোষণা দেয়ার ২০দিন পর সংগ্রহ শুরু করা হয়েছে। এতে নওগাঁয় মিশ্র প্রতিক্রিয়া দেয়া দিয়েছে কৃষক ওকৃষকদের ধানের নায্য দাম পাওয়ার দাবিতে আন্দোলনদের মধ্যে। তারা দাবি করেন, নওগাঁয় ৮০ভাগ কৃষক। অথচ নওগাঁয় মাত্র ৫ হাজার…

বিস্তারিত