মুক্তিযোদ্ধা মিতিল ছিলেন দেশপ্রেম ও সাহসিকতার প্রতীক

মুক্তিযোদ্ধা মিতিল ছিলেন দেশপ্রেম ও সাহসিকতার প্রতীক

সদ্যপ্রয়াত মুক্তিযোদ্ধা শিরীন বানু মিতিল ছিলেন দেশপ্রেম ও সাহসিকতার মূর্ত প্রতীক। দেশকে তিনি ভালোবেসেছিলেন হৃদয় দিয়ে। তাই তিনি মুক্তিযুদ্ধের চেতনা সংরক্ষণ, যুদ্ধাপরাধীদের বিচার ও নারীমুক্তি আন্দোলনের সাথে নিজেকে আমৃত্যু নিয়োজিত রেখেছিলেন। গতকাল ২১ আগস্ট রোববার মন্ট্রিয়লের ৬৭৬৭ কোট দ্য নেইজ মিলনায়তনে ভিএজি,বির উদ্যোগে আয়োজিত মুক্তিযোদ্ধা মিতিলের স্মরণ সভায় বক্তারা একথা বলেন। ভিএজি,বি সভাপতি শাহ মোস্তাইন বিল্লাহর সভাপতিত্বে এই সভায় মূখ্য আলোচক ছিলেন লেখক-গবেষক তাজুল মোহাম্মদ এবং বিশেষ আলোচক ছিলেন মুক্তিযোদ্ধা মেজর (অবঃ) দিদার আতাউর হোসেইন। আলোচনায় অংশ নেন ডঃ কুদরাতে খোদা, ডঃ সৈয়দ জাহিদ হোসেন, ডঃ রুমানা নাহিদ সোবহান, জিয়াউল…

বিস্তারিত