মোদি চীনকে ভয় পান: রাহুল

জঙ্গি নেতা মাসুদ আজহারকে গ্লোবাল টেরোরিস্ট তালিকায় ফেলার প্রস্তাবে চীনের ফের ভেটোতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকেই দোষারোপ করলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। বৃহস্পতিবার (১৪ মার্চ) মোদিকে আক্রমণ করে রাহুলের টুইট, মোদি আসলে দুর্বল। চিনের প্রেসিডেন্ট জি জিংপিংকে ভয় পান। মোদি-জিংপিং সম্পর্ককে কটাক্ষ করে রাহুল বলেন, চীন ভারতের বিরুদ্ধে কথা বলছে। আর মোদিজির মুখ থেকে একটি কথাও বের হচ্ছে না। গুজরাতে জিংপিংয়ের সঙ্গে দোলনায় দুলেছেন। দিল্লিতে আলিঙ্গন করেছেন। তারপরেই জিংপিংয়ের কাছে মাথা নত। কংগ্রেসের টুইট, চিন যেভাবে ভয়াবহ জঙ্গি মাসুদ আজহারকে গ্লোবাল টেরোরিস্ট তকমা দেওয়ার ক্ষেত্রে ভেটো দিচ্ছে, তাতে দেশবাসীর মনে…

বিস্তারিত