মোবাইল হারালেও চিন্তা নেই, খোঁজে দেবে ‘থিফগার্ড’

মোবাইল হারালেও চিন্তা নেই, খোঁজে দেবে ‘থিফগার্ড’

ফোন হারানোর যন্ত্রণা সবাইকে কখনো না কখনো পেতে হয়েছে। হয়ত ফোনটি চুরি হয়ে গেছে অথবা ভুলে কোথাও রেখে এসেছেন, কিন্তু খোঁজ আর পাচ্ছেন না। এমন ঘটনায় আর চিন্তা নেই। হারিয়ে যাওয়া মুঠোফোনের খোঁজ জানাতে বাংলাদেশে এই প্রথম চালু হল প্রযুক্তি সাইট ‘থিফগার্ড’।  দেশের তরুণদের গড়ে তোলা সফটালজি লিমিটেড নামের প্রযুক্তিপ্রতিষ্ঠান চালু করেছে অ্যাপটি। এতে, মোবাইল চুরি করে নিয়ে গেলেও চোর বন্ধ করতে পারবে না। এমনকি মোবালে থাকা সিম যদি চোর পরিবর্তন করে সেই নতুন নম্বরও পেয়ে যাবেন ফোনের প্রকৃত মালিক। যার ফোন তার অনুমতি ছাড়া অন্য কেউ ডিভাইসে থাকা কোনো…

বিস্তারিত