মৌনীর হাত ধরে পাল্টে গেছে ১৭ জন মেয়ের জীবন!

জন্ম থেকে আমরা সবাই মোটামুটি একই রকম জীবন যাপন করে চলি। জীবনে এমন একটা সময় আসে যখন গল্পের মোড় ঘুরে যায়, সাধারণ একটি ঘটনাই তখন আমাদেরকে অন্যরকম একটি মানুষে গড়ে তোলে। তেমনিভাবে মিফতাহুল জান্নাৎ মৌনীর জীবনেও এমন একটা সময় আসে, যার ফলাফল হিসেবে আজ একই সাথে তিনি ক্রাফটার এবং একটি এতিমখানার ১৭টি কন্যাশিশুর খরচ চলে তারই ক্রাফটিং এর আয় থেকে।২০৪-১৫ সালে গ্লোবাল ওয়ান নামের একটি এনজিও প্রজেক্টে প্রজেক্ট ম্যানেজার হিসেবে স্বেচ্ছাসেবী চাকরি করতেন মৌনী। মূলত এতিম শিশুদের মৌলিক চাহিদা পূরণ করাই ছিল তাদের উদ্দেশ্য। এই কাজ করতে গিয়ে তিনি জড়িয়ে…

বিস্তারিত