‘রমজানে চাল-ডাল-আদার দাম আর বাড়বে না’ বললেন ব্যবসায়ীরা

রাজধানীর পাইকারি বাজারে মিনিকেট ছাড়া কেজিতে ২ টাকা বেড়েছে সবধরনের চালের দর।অস্বাভাবিকভাবে কেজিতে ১০ টাকা বেড়েছে পোলাও চালের দরও। এ জন্য ভারতীয় চালের আমদানি কম হওয়া এবং নতুন ধানের ফলন খারাপ হওয়াকেই দুষছেন পাইকাররা। দর বেড়েছে আদা-রসুন এবং সবধরনের ডালেরও। তবে রমজানকে কেন্দ্র করে সব ধরনের পণ্যের যথেষ্ট মজুদ থাকায় দাম আর বাড়বে না বলে জানান ব্যবসায়ীরা। সময় টিভি গেল মাস থেকেই কমতে থাকা চালের বাজারে হঠাৎ করেই পল্টে যায়। পাইকাররা বলছেন, মিনিকেট ছাড়া সবধরনের চালের দর কেজিতে বেড়েছে ২ টাকা। নতুন ফলনে আশানুরুপ ধান না পাওয়াকেই দুষছেন তারা। শবে…

বিস্তারিত