রাণীনগরে অত্যন্ত ঝুঁকির মধ্যে চলছে শিক্ষা কার্যক্রম ॥ যে কোন সময় দূর্ঘটনা ঘটার আশংকা

কাজী আনিছুর রহমান,রাণীনগর (নওগাঁ) : নওগাঁর রাণীনগরের করজগ্রাম এলাকায় লাইকুড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের দেয়াল চারেদিকে হেলে পরায় বাঁশের খুঁটি করে ঢোকা দিয়ে অত্যন্ত ঝুঁকির মধ্যে চলছে শিক্ষা কার্যক্রম। যেকোন সময় অবকাঠামো ভেঙ্গে পরে বড় ধরণের দূর্ঘটনা ঘটার আশংকা করছেন শিক্ষক/শিক্ষার্থীরা। আকাশে ঘণ মেঘ দেখলেই ঝড়ে ভেঙ্গে পরে দূর্ঘটনা ঘটার আশংকায় শিক্ষার্থীরা পালিযে যায় স্কুল থেকে । বিদ্যালয় সুত্রে জানাগেল, গত ৮ বছর আগে রাণীনগর উপজেলা সদর থেকে পূর্ব দিকে প্রায় ১২ কিলোমিটার দূরে করজগ্রাম এলাকায় লাইকুড়ি মৌজায় “লাইকুড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয়টি” স্থাপন করা হয়। স্থানীয়দের সার্বিক সহযোগিতায় ওই এলাকায় শিক্ষার…

বিস্তারিত