রাণীনগরে গমের বাম্পার ফলনের সম্ভাবনা

রবি শস্যের মধ্যে অন্যতম একটি লাভজনক আবাদ হচ্ছে গম। বিগত সময়ে গমের আবাদ কমলেও নওগাঁর রাণীনগরে বর্তমানে কৃষকরা আবারও গমের আবাদের দিকে ঝুঁকছেন। ধান চাষে বার বার লোকশান হওয়ায় উপজেলার কৃষকরা বর্তমানে এই লাভজনক আবাদের পরিমাণ বৃদ্ধি করছেন। বর্তমানে গমের বাজার ভালো থাকায় লাভের আশা করছেন চাষীরা। সূত্রে জানা, চলতি রবি মৌসুমে রাণীনগর উপজেলায় রেকর্ড পরিমাণ জমিতে গমের চাষ করা হয়েছে। এবার উপজেলার ৭শ’ ৩০ হেক্টর জমিতে বারিগম-২৮, ২৯, ৩২ ও ৩৩ জাতের অধিক ফলনশীল গমের চাষ করা হয়েছে। প্রতিটি মাঠেই বর্তমানে গমের সোনালী পাঁকা শীষ বাতাসে দোল খাচ্ছে। কোনও…

বিস্তারিত