রাশিয়া থেকে ‘মাদার অব অল সাবমেরিন’ কিনছে ভারত

রাশিয়া থেকে ‘মাদার অব অল সাবমেরিন’ কিনছে ভারত

আকুলা শ্রেণির পারমাণবিক সাবমেরিন নিয়ে রাশিয়ার সঙ্গে ভারতের ৩০০ কোটি ডলারের চুক্তিটি চলতি সপ্তাহে হতে যাচ্ছে। এই ধরনের সাবমেরিনকে ‘মাদার অব অল সাবমেরিন’ বলা হয়। এর আগে গত বছর ৫.৫ বিলিয়ন ডলারের আরেকটি চুক্তিতে স্বাক্ষর করে দুই দেশ। ইকোনমিকস টাইমস জানিয়েছে, দুই দেশের এই চুক্তিটি ৭ মার্চ হতে পারে। এর আগে ভারত দুটি আকুলা শ্রেণির সাবমেরিন নিয়ে রাশিয়ার সঙ্গে চুক্তি করে। নতুন চুক্তির পাশাপাশি চাকারা-২ সাবমেরিন নিয়ে চুক্তি বাড়াতে পারে ভারত। ভারত চাকারা-৩ ব্যবহার করছে দশ বছর ধরে। তার জায়গায় আসতে পারে চাকারা-২। ২০১২ সাল পর্যন্ত এটি ব্যবহার করত ভারত।…

বিস্তারিত