রূপগঞ্জে দিগন্তজোড়া হলুদে মাঠ

রূপগঞ্জে দিগন্তজোড়া হলুদে মাঠ

নজরুল ইসলাম লিখন, রূপগঞ্জ ঃ এ বছর রূপগঞ্জের বিভিন্ন এলাকায় ২শ’ ৫০ হেক্টর জমিতেসরিষার আবাদ করা হয়েছে। ফলনও বেশ ভাল হয়েছে। ভাল ফলন পেয়ে ক…ষকের মুখে হাসি ফুটেউঠেছে। বিভিন্ন জাতে বারি ও বীনা সরিষার আবাদ হয়েছে রূপগঞ্জে। সাথী ফসল হিসেবে সরিষাচাষ করে ভালো ফলন ও দাম পেয়ে রূপগঞ্জের ক…ষকদের মুখে হাসি ফুটেছে। উপজেলার হাটাব,কেড়ার, মিঠাব, কান্দাপাড়া, মাসাব, তেতলাব, পশ্চিম গাও, মাঝিপাড়া, পাচাইখা, বলাইখাসহবিভিন্ন এলাকায় গিয়ে দেখা যায়, হলুদে ফুলে ছেয়ে গেছে পুরো মাঠ। উপজেলা ক…ষি অফিসের স১ে⁄২কথা বলে জানা গেছে, চলতি মৌসুমে জেলায় ২ হাজার ১৬৫ একর জমিতে সরিষা আবাদ…

বিস্তারিত